খুলনায় স্কুলছাত্রী শিমলা হত্যাকাণ্ডে আসামির যাবজ্জীবন

|

খুলনার রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের স্কুল ছাত্রী শিমলা খাতুন হত্যা মামলার রায়ে আসামি রনি হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। এই মামলার অপর আসামি জসিম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারিক কার্যক্রম চলছে।

আদালত তার রায়ের পর্যালোচনায় জানায়, স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হাসুয়া ও ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। হত্যাকারীরা সকলের বয়স ১৮ থেকে ১৫ বছর। তারা উঠতি বয়সের উচ্ছৃঙ্খল বলে জানানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাতে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী শিমলা খাতুনের রক্তাক্ত দেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে লোকজন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় নিহতের পিতা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

২০১৭ সালের ৩০ আগষ্ট রনি হাওলাদার ও জসিমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২৩ সাক্ষীর সাক্ষ্য শেষে রায় ঘোষণা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply