মানসিক অত্যাচারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ আমির

|

ম্যানেজমেন্টের মানসিক অত্যাচারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ২৮ বছর বয়সী পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ড সফরে ৩৫ জনের দলে জায়গা হয়নি আমিরের। তাই ক্ষোভে, হতাশায় এখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছর অবসর নেন টেস্ট ক্রিকেট থেকে। পরে এই বাঁহাতি পেসার ছিলেন না বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও। এবার বাদ পড়লেন সীমিত ওভারের ক্রিকেট থেকে।

মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের হয়ে ২০০৯ সালে অভিষেক হয় আমিরের। কিন্তু লর্ডস টেস্টে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে নিষেধাজ্ঞা থেকে ফিরে ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভূমিকা রাখেন।

৩৬ টেস্টে আমিরের শিকার ১১৯ উইকেট। আর ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply