মোদীর ভাষণের পর আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কৃষকরা

|

ভারতে ১৬তম দিনের মতো অব্যাহত আছে কৃষক আন্দোলন

ভারতের চলমান আন্দোলন বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর নিজেদের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কৃষকরা। স্থানীয় সময় আজ শনিবার দুপুরে বৈঠকে বসার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, গেলো একমাস ধরে চলা আন্দোলনে পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নিয়েই হবে এই বৈঠক। এর আগে শুক্রবার ভার্চুয়াল বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, চলমান কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিন, কৃষি কাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের ব্যয় হিসেবে ১৮ হাজার কোটি রুপি নগদ অর্থ দেয়ার ঘোষণা দেন মোদী।

গত ১ মাস ধরে তীব্র শীত উপেক্ষা করে রাজধানী নয়া দিল্লিসহ আশপাশের এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন কৃষকরা। তারা বলছেন, সরকারে যে তিনটি কৃষি আইন করছে এতে সরকারের কাছে নির্ধারিত মূল্যে সফল বিক্রি বন্ধ হয়ে যাবে। তখন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিক্রির জন্য দরকষাকষি করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply