নোবেলজয়ী অমর্ত্য সেনের বিতর্কের ইতি টানতে মোদীকে চিঠি প্রেরণ

|

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভিটেজমি নিয়ে বিতর্কের ইতি টানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের এমপি প্রদীপ ভট্টাচার্য।

চিঠিতে জানানো হয়, দীর্ঘমেয়াদী ইজারার ভিত্তিতে নেয়া হয় অমর্ত্য সেনের জমিটি। যার মেয়াদ শেষ হতেও অনেকটা সময় বাকি। এছাড়া, চিঠির ভাষ্য- নোবেলজয়ী অর্থনীতিকের রাজনৈতিক দর্শন আলাদা হতেই পারে। এজন্য, স্বনামধন্য ব্যক্তিত্বের সাথে কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় শত্রুভাবাপন্ন আচরণ করতে পারে না।

এদিকে পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুর ডাকে রোববার হবে প্রতিবাদ সভা। স্থানীয় সময় দুপুর তিনটায়, বাংলা একাডেমির সামনের এ আয়োজনে যোগ দেবেন রাজ্যের সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনরা।

অনেকদিন ধরেই, কেন্দ্রীয় শাসকদলের সমালোচনার শিকার অমর্ত্য সেন। এবার, তার বাড়ি ‘প্রতীচী’র একাংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বলে তোলা হলো অভিযোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply