ফ্রান্স থেকে আনা ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ৫

|

রাজধানীর খিলগাঁও তালতলার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে সাপের বিষ চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১২। এসময় প্রায় ১০ মিলিয়ন ডলার বা ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ উপ অধিনায়ক মেজর মশিউর রহমান জানান, উদ্ধারকৃত সাপের বিষ ফ্রান্স থেকে ঢাকায় আনা হয়েছিলো। যা অন্য কোন দেশে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তথ্য পেয়েছে র‍্যাব।

মোট ১২ পাউন্ড সাপের বিষ, ৬টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়ালসহ এই পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয় বলেও জানায় তারা।

বিশেষ গোষ্ঠীর ব্যাপক চাহিদা থাকার কারণেই এই চক্র সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ বিষ ফ্রান্সেই তৈরি বলে জানায় র‍্যাব। এর আগেও বাংলাদেশকে চোরাচালান চক্রটি রুট হিসবে ব্যবহার করতো বলে জানা গেছে।

জব্দকৃত বিষগুলো তরল, ক্রিস্টাল ও পাউডার ধরণের ছিলো। চক্রটির সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply