স্প্যানিশ লিগে রাতে মাঠ মাতাবে অ্যাটলেটিকো, ইপিএলএ ম্যানইউ

|

এদিকে স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামবে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ মেট্রোপলিটন ওয়াদায় আতিথ্য দেবে টেবিলের ৬ নম্বর দল সেভিয়াকে।

লিগে দারুন ছন্দে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। সবশেষ চার ম্যাচে জয় নিয়ে দারুন আত্মবিশ্বাসী কোচ দিয়েগো সিমিওনে শিষ্যরা।

তবে কোপা দেল রের লড়াইয়ে কোরোনিয়া কাছে হেরেছে ১-০ গোলে। আর তুষার ঝড়ের কারণে স্থগিত হয়েছে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ। বিপরীতে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত । সেভিয়া এই ম্যাচে জয় পেলে উঠে যাবে টেবিলের চার নম্বরে। রাত আড়াইটায় শুরু হবে দু’দলের লড়াই।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের হাইভোল্টেজ ম্যাচে বার্নলির আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে এভারটন লড়বে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

লিগে ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ম্যানইউ। এক ম্যাচ কম খেলে টেবিল টপার লিভারপুলের সমান পয়েন্ট রেডডেভিলদের। তাই এই ম্যাচে জয় পেলে টেবিলের শীর্ষে উঠে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগে সবশেষ তিন ম্যাচের দু’টিতে জয় একটিতে ড্র ওলে গানার শিষ্যদের। রোববার এফএ কাপের লড়াইয়ে ওয়াটফোর্ডকে হারিয়েছে ১-০ গোলে। বিপরীতে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান বার্নলির। রাত সোয়া দুইটায় শুরু হবে দু’দলের লড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply