দেশে করোনা ধ্বংসকারী ‘নাজাল স্প্রে’ উদ্ভাবনের দাবি

|

করোনাভাইরাস ধ্বংসে সক্ষম ‘নাজাল স্প্রে’ উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, বিআরআইসিএম।

এর নাম রাখা হয়েছে বঙ্গসেফ ওরো নাজাল স্প্রে; বিশ্বে এ ধরনের স্প্রে এটিই প্রথম বলে দাবি প্রতিষ্ঠানটির।

বিআরআইসিএম জানিয়েছে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ২০০ করোনা রোগীর ওপর পরীক্ষামূলকভাবে স্প্রে’টি প্রয়োগ করে সফলতা মিলেছে। এখন আরও বড় পরিসরে ট্রায়াল চালানো হবে। এটি মুখগহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে থাকা করোনাভাইরাস ধ্বংস কার্যকর বলে দাবি করা হয়েছে। একজন ব্যক্তি একটি স্প্রে ১ মাস ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন বিআরআইসিএম এর মহাপরিচালক ড. মালা খান।

বিআরআইসিএমের মহাপরিচালক মালা খান জানিয়েছেন, সীমিত পরিসরে ২০০ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। তাতে ৮০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে। আরও বেশিসংখ্যক মানুষের ওপর পরীক্ষা করার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করবেন তারা।

তিনি জানান, প্রতি ডোজের দাম ১০০ টাকা রাখা যেতে পারে। এরইমধ্যে স্প্রে’র পেটেন্টের জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। শিগগিরই সরকারি অনুমোদনের জন্য আবেদন করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply