এই প্রথম শীতকালে ভয়ঙ্কর পর্বতশৃঙ্গ ‘কে-টু’ জয়ের রেকর্ড গড়লেন নেপালের একদল শেরপা

|

শীতকালে এই প্রথম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ও সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পর্বতশৃঙ্গ ‘কে-টু’ জয়ের রেকর্ড করলেন নেপালের একদল শেরপা। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা নাগাদ তারা পৌঁছান পবর্ত শিখরে।

আয়োজক সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’ জানিয়েছে, একসাথেই চূড়ায় পৌঁছায় ১০ জনের দল। দলের সদস্য নিমসদাই পূর্জা তাদের সাফল্যের একটি ছবিও পাঠিয়েছেন।

মাউন্ট এভারেস্টের পর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘কে-টু’র উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬১১ মিটার। তবে, আবহাওয়া এবং চড়াই-উৎরাইয়ের জন্য শীতকালে চীন-পাকিস্তান সীমান্তের পবর্তটিতে আরোহণ অনেকটা অসম্ভব হয়ে যায়। এবার শীতে বেশ কয়েকজনই ‘কে-টু’ জয়ের অভিযান শুরু করেন। এর মধ্যে এক স্প্যানিশ অভিযাত্রী মৃত্যুবরণ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply