নারীসঙ্গ নিতে তুষার ঘুষের টাকা কাকে দিয়েছেন খতিয়ে দেখা হচ্ছে

|

কাশিমপুর কারাগারে বন্দির নারীসঙ্গের ঘটনায় অনিয়ম এবং দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সিনিয়র জেল সুপার রত্না রায়, জেল সুপার নুর মোহাম্মদ মৃধাকেও প্রত্যাহার করা হয়েছে। এর আগে ডেপুটি জেলার সাকলায়েনসহ আরও তিন জনকে প্রত্যাহার করা হয়।

রোববার জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। কারা অধিদফতর গঠিত তদন্ত কমিটি এরইমধ্যে ঐ ঘটনায় অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পেয়েছে।

এর আগে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন তারা। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে হলমার্কের জিএম তুষার নারী সঙ্গ নিয়েছেন। এ ক্ষেত্রে ঘুষের টাকা কারা কারা নিয়েছেন সেটাও তদন্ত করছে কমিটি।

টেলিফোনে যমুনা টেলিভিশনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি জানিয়েছেন, এ বিষয়ে কারও গাফিলতি ও অবহেলা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply