১৮ মার্চ থেকে শুরু অমর একুশে বইমেলা

|

অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামী ১৮ মার্চ। সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য জানান।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলা করার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করা হবে। এছাড়া মেলা কত দিন চলবে সে বিষয়ে প্রকাশকদের সঙ্গে আলোচনা করার কথা জানান তিনি।

করোনা মহামারির কারণে এবারে বই মেলা আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একাডেমির তথ্যানুযায়ী, ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৯১৯টি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply