সৌদি-আমিরাতে অস্ত্র রফতানি বন্ধ করলো ইতালি

|

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রফতানি বন্ধ করলো ইতালি। ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেয়া হয় এ পদক্ষেপ।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়, মানবাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকার ব্যাপারে স্পষ্ট বার্তা দিতেই এ পদক্ষেপ রোমের। বিষয়টিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এতে অন্তত ১২ হাজার ৭শ’ বোমা বিক্রির প্রক্রিয়া থেমে গেলো।

ইতালি সরকারের অস্ত্র রফতানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল বিভিন্ন সংগঠনের জোট ইতালিয়ান পিস অ্যান্ড ডিজআর্মামেন্ট নেটওয়ার্ক।

বুধবার মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করে যুক্তরাষ্ট্রও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply