ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

|

ফাইল ছবি।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ও ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা শিরোনামে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সভায় মূল বক্তা মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক বলেন, মাতৃভাষার জন্য ১৯৪৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হন বঙ্গবন্ধু। রাজবন্দী অবস্থায় থেকেও তিনি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনায় আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply