সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

|

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এইচ টি ইমামের মরদেহ সেখানে পৌঁছালে আশপাশের এলাকা থেকে বহু মানুষ তাকে একনজর দেখা এবং জানাজায় অংশ নিতে ভিড় করেন। সাড়ে ১১টার পর হয় প্রথম জানাজা।

এর আগে হেলিকপ্টারে করে মরদেহ উল্লাপাড়ায় নেয়া হয়। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর শুলশান আজাদ মসজিদের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গতরাত সোয়া একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেটি সম্ভব হয়নি।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply