সরকারি হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যুতে উত্তাল জর্ডান

|

সরকারি হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যুতে উত্তাল জর্ডান

অক্সিজেন স্বল্পতার কারণে সল্ট শহরের সরকারি হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যুতে উত্তাল জর্ডান। শনিবার বিক্ষুব্ধ পরিবারের রোষাণলে পড়েন রাজা দ্বিতীয় আবদুল্লাহ।

তিনি সল্ট হাসপাতাল পরিদর্শনে গেলে, প্রথমে তার গাড়িবহর এবং পরে পথে আটকে বিক্ষোভ প্রদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলো। দায়িত্ব অবহেলার অভিযোগে হাসপাতাল পরিচালক’কে বরখাস্ত করেন রাজা।

এর আগে, স্বাস্থ্যসেবা না দেয়ার নৈতিক দায়িত্ববোধ থেকে পদত্যাগ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ঘটনাটির সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীও।

করোনা মহামারিতে দেশটির ৩ লাখে ৮৬ হাজারের মতো মানুষ সংক্রমিত। প্রাণ হারিয়েছেন ৫ হাজারের বেশি। বৃহস্পতিবারও, সর্বোচ্চ ও রেকর্ড সংখ্যক ৮ হাজার ৩শ’ জনের শরীরে মিলেছে কোভিড-১৯।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply