বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

|

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্যাট্রিয়োট গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে।

মঙ্গলবার সকালে কারখানায় এসে তালা ঝোলানো ও সেখানে পুলিশ মোতায়েন দেখে শ্রমিকরা। এরপর কাজে যোগ দিতে না দেওয়ায় মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে সড়ক যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও শর্টগান ব্যবহার করে।

এ সময় বেশকিছু শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়। রাস্তা থেকে পিছু হটে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। কিন্তু ঘণ্টাখানেক রাস্তা বন্ধ থাকায় বিমানবন্দর সড়ক ও সাতরাস্তা মোড় এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply