সিডনিসহ কয়েকটি এলাকায় আবারও বাড়তে পারে পানির উচ্চতা

|

অস্ট্রেলিয়ায় সিডনিসহ কয়েকটি এলাকায় আবারও বাড়তে পারে পানির উচ্চতা। বুধবার এ সতর্কতা জানিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন।

রাজ্যটির প্রধানমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে আরও ৬ হাজার মানুষকে। আরও কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অবশ্য এক সপ্তাহের মধ্যে প্রথমবার সিডনির আবহাওয়ায় কিছুটা উন্নতি দেখা গেছে এদিন।

তবে আবহাওয়া বিভাগ বলছে, যেকোনো সময় শুরু হতে পারে ভারি বৃষ্টি। বুধবার থেকে তাসমানিয়া রাজ্যে বৃষ্টি ও বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

এদিকে, বন্যায় বিপর্যস্ত দেশটির উত্তর উপকূলে উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে সেনাবাহিনীর কয়েকশ’ সদস্য। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply