মিশরের সুয়েজ খাল বিশাল কন্টেইনার জাহাজ দ্বারা অবরুদ্ধ

|

মিশরের সুয়েজ খাল বিশাল কন্টেইনার জাহাজ দ্বারা অবরুদ্ধ

মিসরের জনপ্রিয় ও ব্যস্ত নৌ-রুট সুয়েজ খালে যানজট বাঁধিয়ে দিয়েছে বিশালাকার এক কন্টেইনারবাহী জাহাজ।

নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে আটকে যায় ১৩শ’ ১২ ফুট দীর্ঘ- এভার গিভেন। পণ্যবাহী যানটি চওড়ায় ১৯৩ ফুট। বহন করছে দু’লাখ টনের বেশি মালপত্র। যার ফলে, সংকীর্ণ খালের পুরোটা জুড়েই আড়াআড়ি আটকে গেছে জাহাজটি। তাতে অন্যান্য নৌযান ব্যবহার করতে পারছে না জলপথটি। দ্রুততম সময়ের মধ্যে জাহাজটি সরানোর কাজ করছে মিসর কর্তৃপক্ষ। সাময়িকভাবে, বিকল্প এবং পুরানো পথও খুলে দেয়া হয়েছে। সুয়েজ খাল মূলতঃ ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ হিসেবে ব্যবহৃত হয়।ইউরোপ ও এশিয়ার মধ্যেকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ এটি।

গেলো বছর, করোনা মহামারির মধ্যেই ১৯ হাজার জাহাজ সুয়েজ খালে চলাচল করেছিলো। দিনে, গড়ে ৫১টি নৌযান চলে আন্তর্জাতিক এই নৌপথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply