খালেদা জিয়ার করোনা শনাক্ত

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে টেস্ট রিপোর্টটিতে রেজাল্ট পজেটিভ দেখা যাচ্ছে। তবে পরিবার বা দলের কেউ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া করোনা রিপোর্টে দেখা যায়, আইসিডিডিআর,বি’র পিসিআর ল্যাবরেটরিতে খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা নেয়া হয়েছিলো গতকাল এবং গতকালই তার নমুনা পরীক্ষার রেজাল্ট দেয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত খালেদা জিয়ার পরিবার কিংবা দলের নেতাকর্মী কেউই কথা বলেননি।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে প্রথমে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। পরে তাকে প্রায় ১১ মাস চিকিৎসা দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। আর গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্যারোলে মুক্ত হন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply