আগামীকাল থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

|

আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। যাত্রীদের অতি জরুরী ও মানবিক চাহিদার কথা বিবেচনা করে বিশেষ অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়। করোনা সতর্কতার কথা মাথায় রেখে আপাতত কক্সবাজার ও রাজশাহী ছাড়া অন্য সব গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয় বৈঠকে।

গত ১৭ তারিখ থেকে সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের ৪টি দেশে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়। এর ফলে আটকে পড়া প্রবাসীরা আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। একইভাবে ঐসব দেশ থেকে যাত্রীরা এসে লকডাউনের কারণে যেন ঢাকায় আটকে পড়তে না হয় সেজন্য সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইটের অনুমোদন দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply