ইরানের সাথে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার প্রক্রিয়া খসড়া পর্যায়ে

|

ইরানের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার প্রক্রিয়া খসড়া পর্যায়ে রয়েছে। কার্যকরী সিদ্ধান্তে পৌঁছাতে বাড়বে আলোচনার মেয়াদ।

মঙ্গলবার এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ইইউ। ক’দিন ধরেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চুক্তিটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি রোধ করাই মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল উপস্থিত না থাকলেও দেশটির মুখপাত্র ইউরোপ।

চুক্তিটি পুনরুদ্ধারে উভয়পক্ষের ইতিবাচক সম্মতি রয়েছে এমনটাই দাবি আলোচকদের। কিন্তু ইরানি প্রতিনিধি আব্বাস আরাকশির হুঁশিয়ারি, অনাকাঙ্ক্ষিত শর্ত এবং অযৌক্তিক দর কষাকষিতে গেলে আলোচনার টেবিল ছাড়বে তারা।

২০১৫ সালে হওয়া ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply