প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনিয়ায় ‘গণহত্যা’ চালিয়েছিলো তুরস্ক: জো বাইডেন

|

আর্মেনিয়ায় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ‘গণহত্যা’ চালিয়েছিলো তুরস্ক। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক এ স্বীকৃতি দিলেন জো বাইডেন।

শনিবার বিবৃতিতে বলা হয়, প্রতিবছর অটোমান যুগে আর্মেনীয় গণহত্যায় নিহতদের স্মরণ করে যুক্তরাষ্ট্র। ১০৬ বছর আগের সহিংসতার যেনো পুনরাবৃত্তি না ঘটে সেটাই প্রত্যাশা।

তাৎক্ষণিকভাবে মার্কিন বিবৃতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু টুইটবার্তায় বলেন, জনতাকে তুষ্ট করতেই এ ঘোষণা। হুঁশিয়ারি দেন, অতীতের ব্যাপারে অন্য কারো কাছ থেকে শিক্ষা নিবে না তুরস্ক।

১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে অটোমান সাম্রাজ্যে কমপক্ষে ১৫ লাখ আর্মেনীয় নিহত হন। বিপুল সংখ্যক নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করলেও একে গণহত্যা বলতে নারাজ আঙ্কারা। ২০১৯ সালে মার্কিন কংগ্রেসে ‘আর্মেনীয় গণহত্যাকে’ স্বীকৃতি দিয়ে একটি প্রতীকী প্রস্তাব পাশ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply