আজ চেন্নাইয়ের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু, হায়দ্রবাদের প্রতিপক্ষ দিল্লি

|

আইপিএলে আজ রয়েছে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে বিকাল ৪টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর রাত ৮টায় সানরাইজার্স হায়দ্রবাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

হায়দ্রবাদ-দিল্লি ম্যাচ দিয়ে শেষ হবে এবারের মৌসুমের চেন্নাই পর্ব। এই মৌসুমের হয়ে যাওয়া ৯ ম্যাচে প্রথম ইনিংসে চেন্নাইয়ে গড়ে রান উঠেছে ১৫৪। দিল্লি এখন পর্যন্ত ৪ ম্যাচের তিনটিতেই জিতেছে; তবে সমান ম্যাচে হায়দ্রবাদের জয় মাত্র একটি। নাটারাজানের ইনজুরিতে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আর ভুবনেশ্বর কুমারও ফিট নন। পেস বোলিং দুর্বল হয়ে পড়েছে হায়দ্রবাদের। দিল্লি অলরাউন্ডার আক্সার প্যাটেল করোনা আক্রান্ত।

বিকালে মুম্বাইয়ে মুখোমুখি হবে চলতি আসরের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চেন্নাই ও ব্যাঙ্গালুরু। কোহলির ব্যাঙ্গালুরু চার ম্যাচের সবগুলোতেই জিতেছে, অন্যদিকে ধোনির চেন্নাই তিনটিতে জিতে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোয়ারেন্টাইনে থাকায় অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার জেসন বেহারোনডর্ফের সার্ভিস পাবে না চেন্নাই। কোহলির দলের বড় শক্তি মিডল-অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সের দারুণ ফর্ম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply