দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

|

দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ব্রিটেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান এ তথ্য।

বলেন এ তালিকার ১৪ জনই রাশিয়ার নাগরিক। যাদেরমধ্যে সের্গেই ম্যাগনিটোস্কি কারাগারে বন্দি অবস্থায় মারা গেছে। এছাড়া সাউথ আফ্রিকায় জালিয়াতির সাথে জড়িত ভারতীং বংশোদ্ভুত তিন ভাই অজয়, অতুল ও রাজেশ গুপ্তাও রয়েছে এ তালিকায়। দক্ষিণ সুদানের এক ব্যবসায়ী এবং লাতিন আমেরিকার তিনটি দেশে দুর্নীতির সাথে জড়িতদের ওপরও জারি করা হলো ভ্রমণ নিষেধাজ্ঞা। একইসাথে তাদের অর্থ-সম্পদ জব্দ করা হয়েছে।

ব্রিটেনে চালু হওয়া নতুন দুর্নীতি দমন আইনের আওতায় নেয়া হলো কঠোর পদক্ষেপ। বিভিন্ন দেশে দুর্নীতির মাধ্যমে উপার্জিত কালো টাকা ব্রিটিশ অর্থনীতিতে বিনিয়োগের মাধ্যমে সাদা করেন- ধনকুবেররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply