করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় কমতে শুরু করেছে রোগীর চাপ

|

করোনা হাসপাতালগুলোয় কমতে শুরু করেছে রোগীর চাপ

করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় কমতে শুরু করেছে রোগীর চাপ। সরকারি ১৫টি করোনা হাসপাতালে পাওয়া যাচ্ছে আইসোলেশন বেড। তবে আইসিইউ’র ব্যবস্থা এখনো কাটায় কাটায়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে খালি হয়েছে ১টি আইসিইউ বেড। সাধারণ আইসোলেশন ওয়ার্ডে খালি আছে ৫৬টি বেড। গেলো ২৪ ঘণ্টায় ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন সেখানে। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে আইসিইউ খালি ২০ জনের। বক্ষব্যধি হাসপাতালের ১০টি আইসিইউ বেড এখনো খালি আছে। তবে ভর্তি হাসপাতালের ১১৪ আইসোলেশন বেডের সবগুলো। কুয়েত মৈত্রী হাসপাতালে সিট খালি ১১০ জনের। আইসিইউতে জায়গা হবে আরো ৫ রোগীর।

তবে করোনা পরীক্ষার বুথগুলোতে সকাল থেকেই লম্বা লাইন। যাদের বেশিরভাগই ছিলেন আক্রান্ত কারো সংস্পর্শে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply