স্প্যানিস ফুটবল লিগে ড্র করেছে বার্সেলোনা, জমে উঠেছে শিরোপার লড়াই

|

স্প্যানশি ফুটবল লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। ড্র করেছে দুই শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। জয় পেলে শিরোপার অনেকটাই কাছে চলে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদের। এমন সমীকরণে ন্যু ক্যাম্পে দারুণ শুরু দিয়াগো সিমিওনে শিষ্যদের। ম্যাচের প্রথমার্ধে একের পর আক্রমণে ব্যতিব্যস্ত রাখে স্বাগতিক রক্ষণকে। গোলের লক্ষ্যে শট নেয় মোট ৬টি। যার কোনটিকেই অবশ্য গোলে রূপ দিতে পারেনি সুয়ারেজ ইয়োরেন্তেরা। বিপরীতে ম্যাচের ৪১ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। লিওনেল মেসির অসাধারণ প্রচেষ্টা রুখে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।

৭১ মিনিটে আরাহোর করা গোল বাতিল হয় অফসাইডে। আর শেষ দিকে মেসির আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হলে ড্রয়ের হতাশা বার্সেলোনা শিবিরে।

পয়েন্ট হারিয়েও অবশ্য ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের শেষ চার ম্যাচে জয় পেলে অবশ্য শিরোপা যাবে রিয়াল মাদ্রিদের ঘরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply