কুড়িগ্রামে হতদরিদ্রদের টাকা আত্মসাৎ করে চেয়ারম্যান আটক

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভিজিএফ’র প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ১শ ৭৮ হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ২৭ লাখ ৮০ হাজার ১শ টাকা বরাদ্দ আসে।চেয়ারম্যান ইউপি কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধেক টাকা বিতরণ করেন। আর বাকিদের ঈদের পরে আসতে বলেন। যদিও নিয়ম অনুযায়ী ভিজিএফ’র টাকা ঈদের আগেই হতদরিদ্রদের মাঝে বিতরণ করার কথা।

এ ঘটনায় বঞ্চিত প্রায় তিন হাজারেরও বেশি মানুষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হন।

ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জলিল বলেন, চেয়ারম্যান অর্ধেক টাকা বিতরণ করে বাকি টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে জমা রেখেছেন যা আত্মসাতের সামিল।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ৬ হাজার ১শ ৭৮ পরিবারের মধ্যে ৩ হাজার ১শ ৫০ পরিবারকে টাকা বিতরণ করা হয়েছে। বাকি ৩ হাজার ২৮ পরিবারের টাকা চেয়ারম্যানের কাছে গচ্ছিত রয়েছে।

ঘটনায় চেয়ারম্যানের কক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে চেয়ারম্যান বরাদ্দকৃত ১৩ লাখ ৬২ হাজার ৬ শ টাকার হিসেব দেখাতে পারেননি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি টাকা আত্মসাতের অভিযোগে আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply