অপহরণ বন্ধে গণপ্রার্থনা হাইতিতে

|

অপহরণ বন্ধে সৃষ্টিকর্তার হস্তক্ষেপ চেয়ে বড় ধরনের গণপ্রার্থনা হলো ক্যারিবিয়ান দেশ হাইতিতে। শনিবার রাজধানী পোর্ট অব প্রিন্সে ছিলো ব্যতিক্রমী এ আয়োজন।

রাজপথে শোভাযাত্রা ও প্রার্থনায় যোগ দেন হাজারো মানুষ। দ্বীপ দেশটিতে সম্প্রতি অপহরণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের হিসাবে গেলো বছর দেশটিতে ২৩৪ জন অপহৃত হন। মুক্তিপণ আদায়ের জন্য নারী-শিশু নির্বিশেষে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কয়েকজন ধর্মযাজকও অপহরণের শিকার হয়েছেন। এ অবস্থায় হাইতির শীর্ষ ধর্মীয় নেতারা গণপ্রার্থনা কর্মসূচি আয়োজন করেছেন।

অনেকেরই অভিযোগ, দরিদ্র দেশটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। অনেক এলাকায় চলে অপরাধী গোষ্ঠীর রাজত্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply