চীনবিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে জিমি লাইয়ের বিচার শুরু

|

চীনবিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাই এবং ৯ গণতন্ত্রপন্থীর বিচার শুরু হলো। আগামী ১০ দিন চলবে শুনানি এবং পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন।

আজ সোমবার (১৭ মে) হংকংয়ের স্টক এক্সচেঞ্জে বন্ধ রয়েছে জিমি লাইয়ের ‘নেক্সট ডিজিটাল’ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি। কারণ, একদিন আগেই ধনকুবেরের সব সম্পদ জব্দ করে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ‘অ্যাপল ডেইলি’ নামের ট্যাবলয়েড ছাপায় যাতে চীন-বিরোধী অবস্থান স্পষ্ট।

২০১৯ সালে সরকার বিরোধী আন্দোলনে ইন্ধন যোগানো এবং চীন বিরোধী অবস্থান-এ দুটি অভিযোগে বর্তমানে ১৪ মাসের কারাদণ্ড ভোগ করছেন জিমি লাই।

এছাড়া বিদেশি শত্রুদের সাথে আঁতাতের মাধ্যমে দেশের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে চলছে তার বিরূদ্ধে তদন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply