রাজস্ব আহরণে গতি ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার

|

অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আহরণে গতি ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চলমান লকডাউনের মধ্যেও পুরোদমে চলছে ভ্যাট-কাস্টমস-আয়কর অফিস। আজ সোমবার (১৭ মে) সকাল থেকে মাঠ পর্যায়ের রাজস্ব অফিসে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

লকডাউনের মধ্যে সীমিত পরিসরে চালু ছিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরের বাজেট তৈরির কার্যক্রম চলতো। এখন রাজস্ব আহরণে গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি অর্থবছরের মাঝামাঝি করোনার ধাক্কা কিছুটা কম থাকলেও বছরের শেষ দিকে বেড়েছে মহামারি। পরিসংখ্যান বলছে, অর্থবছরের মার্চ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন থেকে বেশ পিছিয়ে পড়েছে রাজস্ব বোর্ড। তবে কর্মকর্তারা জানিয়েছেন, শেষ তিন মাসে রাজস্ব আয় বেশ বাড়ে। এবারও এই প্রবণতা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply