অ্যাস্ট্রাজেনেকার ২০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ টিকা ধ্বংস করলো মালাউ

|

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় ২০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ টিকা ধ্বংস করলো মালাউ। দেশটিতে পৌঁছানোর মাত্র ১৮ দিনের মাথায় উত্তীর্ণ হয় টিকার মেয়াদ।

আফ্রিকান ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র যৌথ উদ্যোগে গত ২৬ মার্চ দরিদ্র দেশটিতে পৌঁছায় টিকার ১ লাখ ২ হাজার ডোজের চালান। ১৩ এপ্রিল শেষ হয় সেগুলোর মেয়াদ। ওই সময়ের মধ্যেই প্রায় ৮০ শতাংশ ডোজ টিকা প্রয়োগ করে ফেলে দেশটি।

উৎপাদক সেরাম ইনস্টিটিউটের সবশেষ গবেষণার ফলাফলের ভিত্তিতে এইউ ও ডব্লিউএইচও অবশ্য নিশ্চিত করেছিলো, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টিকাটি ব্যবহার নিরাপদ হবে। তবে জনগণের ওপর মেয়াদোত্তীর্ণ টিকা না প্রয়োগের সিদ্ধান্ত নেয় মালাউ সরকার।

মালাউ এর স্বাস্থ্যমন্ত্রী খুমবিজ কান্দোদো চিপোন্দা বলেন, মেয়াদ পেরিয়ে গেলেও টিকা ব্যবহার করা যাবে বলে ডব্লিউএইচও জানিয়েছিলো। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো মেয়াদোত্তীর্ণ টিকা আমরা প্রয়োগ করবো না। কারণ এটা সরকারের নীতিবিরোধী।

একই কারণে এইউর মাধ্যমে সরবরাহকৃত ৫৯ হাজার ডোজ টিকা না প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সুদানও।

টিকা নষ্ট না করে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply