সুচি’র দলই বিলুপ্ত করার পথে মিয়ানমার জান্তা

|

মিয়ানমারে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে দেশটির সামরিক জান্তা।

রয়টার্সের খবরে বলা হয়, সামরিক জান্তার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের এক কমিশনারকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’ এ খবর প্রকাশ করে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সুচি’র দল বিলুপ্ত করার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ‘মিয়ানমার নাও’। এনএলডিসহ একাধিক দল ওই বৈঠক বয়কট করে।

কমিশনের সেই একই দাবি অব্যাহত আছে। তারা এখনও বলছে গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।

এদিকে জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয়ে সংবাদমাধ্যমটিকে বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা বেআইনি। এ কারণে আমরা দলটির নিবন্ধন বাতিল করে দেব। যারা এমন জালিয়াতি করেছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply