ফেসবুকে মহানবীকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

|

ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিক্ষার্থী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদি ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায়ই তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলা এবং গ্রেফতারের কথা নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার অভিযুক্ত ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার এক বন্ধুর ইনবক্সে হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ একটি ম্যাসেজ পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply