‘পরিস্থিতি যেমনই হোক এবার অলিম্পিক হবেই’

|

করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া অলিম্পিক আয়োজন নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। বিশ্বের সব থেকে বড় এই ক্রীড়াযজ্ঞ চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা নিয়ে ছিলো অনিশ্চয়তা।

তবে অলিম্পিক কমিটি ও এবারের আয়োজক জাপানের সাথে তিনদিনের ভার্চুয়াল মিটিংয়ের পর কমিটির সহসভাপতি জন কোটস জানান, পরিস্থিতি যেমনই হোক এবার অলিম্পিক আয়োজিত হবেই।

সেক্ষেত্রে জাপানকে করোনাভাইরাসের বাজে প্রভাবের সম্মুখিন হতে হবে, এমনটা ধরে নিয়েই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেইসাথে অলিম্পিক শুরু হওয়ার আগেই স্থানীয়দের ৮০ শতাংশ ভ্যাক্সিন দেয়া হবে বলেও জানান অলিম্পিক আয়োজক কমিটির সহসভাপতি জন কোটস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply