লঙ্কান ক্রিকেট টিমের সদস্য শিরান ফার্নান্দো করোনায় আক্রান্ত

|

আর অল্পকিছু সময় পরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

করোনাভাইরাস আক্রমণ করেছে লঙ্কান শিবিরে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্য শিরান ফার্নান্দো দেহে মিলেছে করোনার উপস্থিতি।

সবশেষ ম্যাচের আগে আরটি পিসিআর টেস্ট করা হয়। সেখানে আগের রাতে পজিটিভ হওয়া ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও বোলিং কোচ চামিন্দা ভাস পজিটিভ আসেন। তবে আজ উদানা ও ভাসের রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে শনিবার (২২ মে) দলের শেষ অনুশীলন সেশনে অন্য সবার সাথে ছিলেন এই তিনজন।

বোলিং কোচ চামিন্দা ভাস যমুনা টিভিকে জানিয়েছেন, তার শরীরে করোনার কোন উপসর্গ নেই, তিনি দু’দফা করোনার ভ্যাক্সিন নিয়েছেন।

খালেদ মাহমুদ সুজন সহ বাংলাদেশের দু’জনের ফলও নেগেটিভ এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply