ভূমি সংক্রান্ত ফি দেয়ার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি

|

ঘরে বসে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি ও খতিয়ান ফি দেয়া যাবে। এ নিয়ে একটি অ্যাপ্লিকেশন প্লাটফর্ম তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়।

সোমবার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভূমি মন্ত্রণালয়। এক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে চ্যানেল বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে ফি দেয়া যাবে। চুক্তির আওতায় ইউসিবিএল ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়কারী সেটেলমেন্ট ব্যাংক হিসেবে থাকছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ঘরে বসে ফি প্রদান করতে মন্ত্রণালয়ের অ্যাপসের মাধ্যমে জাতীয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে। এভাবে ভূমি সেবা গ্রহণকারীরা কিউআর কোডের মাধ্যমে রশিদ পাবেন। এতে ভূমিখাতে দুর্নীতি ও অনিয়ম কমে যাবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply