জোয়াকিম লো’র স্বেচ্ছায় অবসর, জার্মানির নতুন কোচ হচ্ছেন ফ্লিক

|

জোয়াকিম লো’র পর জার্মানির কোচ হবেন বায়ার্ন মিউনিখের মাস্টার মাইন্ড হ্যান্সি ফ্লিক। আগামী ইউরো’র পর থেকে দেশটির জাতীয় দল বুঝে নেবেন তিনি।

প্রায় ১৫ বছর জাতীয় দলের দায়িত্ব পালন শেষে সরে দাড়ানোর ঘোষণা দেন জোয়াকিম লো। তাই ইউরো’র শেষে তার উত্তরসূরী হিসেবে অনেকটাই এগিয়ে ছিলেন বাভারিয়ানদের কোচ হ্যান্সি ফ্লিক। তবে এরই মধ্যে বার্সেলোনা ও টটেনহ্যাম তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগলে দেশটির ফুটবল এসোসিয়েশন ঘোষণা দিয়ে রাখলেন, হ্যান্সি ফ্লিক হচ্ছেন জার্মানির নতুন কোচ।

২০১৪ বিশ্বকাপে জোয়াকিম লো’র সহকারী হিসেবে ছিলেন ফ্লিক। এরপর বায়ার্নকে ২০১৯-২০ মৌসুমের সব শিরোপা আর ২০২০-২১ মৌসুমে লিগ উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ সহ জেতান ৪টি শিরোপা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply