মাধ্যমিকের এক ট্রাক বইসহ দুই ভাঙারি ব্যবসায়ী আটক

|

শেরপুরের ঝিনাইগাতি থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বইভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য স্কুল কর্তৃপক্ষকে দেওয়া এসব বই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে অমৃত মোদক ও সেলিম মিয়া নামে দুই ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক হেমন্ত ও সেলিমের সঙ্গে কথা বলে এসব বইয়ের উৎস জানার চেষ্টা করছে পুলিশ। তবে আটককৃতরা দাবি করছেন, পুরনো বইয়ের ফেরিঅলাদের কাছ থেকে এসব বই কিনেছেন তারা। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে (শুক্রবার, ২৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমন্ত ও সেলিম মিয়ার দোকানের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই ছিলো। বইগুলো বিভিন্ন শ্রেণির ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য মুদ্রিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply