৭ জেলায় লকডাউনের সুপারিশ

|

লকডাউনের আওতামুক্ত থাকবে কিছু শিল্প-কারখানা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন আরও সাত জেলায় লকডাউন চেয়েছে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি।

নতুন জেলাগুলোর মধ্যে আছে খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, নওগাঁ, নাটোর ও রাজশাহী। এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয়।

আজ রোববার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, নওগাঁ, নাটোর ও রাজশাহী- এই ৭ জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলার সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি।

আজ রোববার (৩০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশটি জানাবে। আজ বিকালে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply