তুরস্কে শিথিল হচ্ছে লকডাউন

|

তুরস্কে শিথিল হচ্ছে লকডাউন

করোনা সংক্রমণ কমে আসায় লকডাউন শিথিল হচ্ছে তুরস্কে। সোমবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

খুলে দেয়া হবে সব ক্যাফে ও রেস্টুরেন্ট। তবে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক মানুষ রেস্টুরেন্টে উপস্থিত থাকতে পারবেন। নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এছাড়াও শিথিল করা হয়েছে রাত্রীকালীন কার্ফিউও। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন রোববারে আরোপ করা হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী কার্ফিউ।

গত মে মাসে ১৭ দিনের কঠোর লকডাউন শেষে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে সংক্রমণ। জানুয়ারি মাস থেকে দেশটিতে গণহারে ভ্যাকসিন কর্মসূচি শুরু করে কর্তৃপক্ষ। এখনও অবধি প্রায় ৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এদিকে লকডাউন শিথিলের দিনেও দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাত হাজার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply