করোনায় আক্রান্ত হলেন বুসকেটস

|

স্পেনের ইউরো অভিযানে আসলো বড় আঘাত। করোনা আক্রান্ত হয়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সার্জিও বুসকেটস। ইউরোতে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ৮ দিন আগে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বুসকেটস।

রোববার (৬ জুন) ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর ৮ দিন আগে জাতীয় দল ঘোষণা করে দেশটির ফুটবল ফেডারেশন। আর তার পরপরই করোনা পজেটিভ হলেন বুসকেটস। যে কারণে মঙ্গলবার লিথুয়ানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে দেশটি।

স্প্যানিশ কর্তৃপক্ষ বলছে করোনা পজেটিভ হবার সাথে সাথে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন বার্সেলোনা মিডফিল্ডার। দলের বাকি সবার করোনা নেগেটিভ এসেছে। তবে বুসকেটস যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদেরকে আলাদা রাখা হয়েছে। জুনের ১৪ তারিখ সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে স্পেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply