ভরা মৌসুমেই বাড়লো চালের দাম

|

ভরা মৌসুম হলেও আবার বেড়েছে চালের দাম। মিনিকেট ও ব্রি আটাশ চালের দাম কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা। মূল্যবৃিদ্ধর জন্য খুচরা বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। বলেছেন কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছে তারা। অসহায় ক্রেতারা বাধ্য হচ্ছেন বাড়তি দামেই চাল কিনতে।

বাজার ঘুরে দেখা যায়, সর্বাধিক বিক্রিত চালের মধ্যে মিনিকেট প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায় আর ব্রি আটাশ দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। নাজিরশাইলের দাম কেজি প্রতি মান ভেদে ৬৪ থেকে ৬৮ টাকা।

ক্রেতারা বলছেন, উৎপাদন মৌসুমেই চালের এমন দাম বৃদ্ধি মোটেও সহনীয় নয়। নিরুপায় হয়েই বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

তবে প্রশ্ন জাগানিয়া তথ্য হলো, ভারতীয় মিনিকেটসহ আমদানি করা সব ধরনের চালের দামই রয়েছে স্থিতিশীল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply