২০ কোটি টাকা ঋণ প্রতারণার আসামি গ্রেফতার

|

২০ কোটি টাকা ঋণ প্রতারণার মূল আসামি শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে সিআইডি।

অভিযুক্ত শহিদুল ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে পালিয়ে ছিলেন। তিনি প্রগতি সরণিতে অবস্থিত মেসার্স হাওলাদার কারস এর সত্ত্বাধিকারী।

দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বেশ কয়েকটি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধ না করে পালিয়ে বেড়ায় শহিদুল। ব্যাংকগুলো থেকে অভিযোগ পেয়ে বিভিন্ন তথ্যের সূত্র ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়েছে সিআইডি।

সিআইডি জানিয়েছে, অবেশষে গতকাল (১৪ জুন) রাজধানীর পুরান পল্টন থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আগে থেকেই দুইটি ওয়ারেন্ট আছে। বিভিন্ন ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেয়ার পেছনে কোন কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply