আগামী জুলাই থেকে গণটিকা দেয়া শুরু হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

|

দেশজুড়ে আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

দেশজুড়ে আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

আগামী জুলাই থেকে গণটিকা দেয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ডক্টর আহমদ কায়কাউস। তিনি বলেছেন, পৃথিবীর যেকোনো দেশ থেকে টিকা জোগাড় করতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিকার জন্য সরকারের ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

মুজিববর্ষে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রম রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কার্যক্রমের আদ্যোপান্ত জানাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যসচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ টিকা পাওয়া যাবে তা নিশ্চিত নয়। সরকার ফ্রিতে নয় টাকা দিয়েই টিকা কিনবে। টিকা সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে জুলাই মাস থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।

করোনা সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউন আরোপের বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়নি জানিয়ে মুখ্যসচিব বলেন, প্রয়োজনে কড়াকড়ি বাড়তে পারে।

টিকা জোগাড়ের পাশাপাশি দেশে করোনা টিকা উৎপাদনের চেষ্টা চালানোর কথা জানিয়েছেন মুখ্যসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply