রোনালদোর পর কোকের বোতল সরিয়ে রাখলেন লোকাতেল্লি

|

ইউরো-২০২০ আসরে সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রাখা সর্বশেষ খেলোয়াড় হলেন এবার ইতালির মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লি। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘অ্যাগুয়া’ (পানি) শব্দটিও ব্যবহার করেছেন লোকাতেল্লি। তবে সিআরসেভেন আগে কোকাকোলার বোতল সরিয়ে পরে পানির বোতল টেনে এনেছিলেন সামনে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে লোকাতেল্লি করেছেন উল্টোটা।

সংবাদ সম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন। ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা।

উল্লেখ্য, এর আগে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রাখেন। এরপর সবাইকে পানি পান করার আহ্বান জানিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

পর্তুগিজ সুপারস্টারের এই কাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, রোনালদো কোকাকোলার বদলে পানি খাওয়ার আহ্বান জানানোর পর কোকাকোলার শেয়ারের দাম কমে যাওয়ায় প্রায় চার শ কোটি ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা) হারিয়েছে কোম্পানিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply