নিউইয়র্কে বাড়ছে গৃহহীনের সংখ্যা

|

নিউইয়র্কে গৃহহীনদের সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে বিপাকে পড়েছে নিউইয়র্কবাসী। কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে কয়েকগুণ বেড়েছে এসব আশ্রয়হীন মানুষের সংখ্যা।

তারা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করেও পরিস্থিতি সামাল দেয় কঠিন হয়ে পড়েছে। এদের বড় একটি অংশ মাদকাসক্ত হওয়ায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

স্থানীয়রা বলছেন, ম্যানহ্যাটনের প্রতিটি রাস্তাতেই দেখা মিলছে এমন গৃহহীনদের। তাদের কেউ শুয়ে, আবার কেউ বসে সময় কাটাচ্ছেন। তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীদের।

কখনো কখনো তারা চড়াও হয় সাধারণ মানুষের ওপর। পরিস্থিতি মোকাবেলায় অনেক জায়গাতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শুধু ম্যানহ্যাটনই নয়, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্সসহ নিউইয়র্কের প্রতিটি এলাকাতেই বেড়েছে গৃহহীনদের সংখ্যা। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে প্রায় ২১ হাজার গৃহহীনকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্থানী পুনর্বাসন এবং ভাতার ব্যবস্থা না করলে এই সংকটের সমাধান সম্ভব না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply