লাড়াইয়া দে, কোপাইয়া দে, মাইরালা, গাইরালা; ঢাকার কিশোর গ্যাংগুলোর পেছনে কারা?

|

মাইরালা, কোপাইয়া দে, লাড়াইয়া দে, গাইরালা, হিটার বয়েজ, বিগবস- অদ্ভুত এসব নামগুলো রাজধানীর বিভিন্ন কিশোর গ্যাংয়ের। এমন সব অবাক করা ও ভয়ঙ্কর নামে ৭৮টি কিশোর গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাজধানী। উঠতি বয়সী বেপরোয়া দুই হাজারেরও বেশি সদস্য রয়েছে গ্যাংগুলোতে। খুন, ছিনতাইসহ নানা ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত তারা। এদের নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্যাং লিডারদের চিহ্নিত করতে গিয়ে পৃষ্ঠপোষক হিসেবে রাজনৈতিক নেতা পরিচয়ে অনেকের নাম উঠে এসেছে গোয়েন্দাদের তালিকায়।

যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাতকারে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এমন ৭৮টি দলের বিস্তারিত বায়োডাটা প্রস্তত করেছে পুলিশ, যার সদস্য সংখ্যা ২ হাজারের বেশি। তাদের গ্রেফতারে শিগগিরই শুরু হবে সাঁড়াশি অভিযান।

গ্যাংগুলোর তৎপড়তা ঠেকাতে জরুরি ভিত্তিতে নগর পুলিশের আটটি জোনে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে মিরপুরে মিলেছে সর্বোচ্চ ২৩টি গ্যাংয়ের খোঁজ। এছাড়া তেজগাঁয়ে ১৪টি, উত্তরায় ১১টি, রমনায় ৮টি, ওয়ারীতে ৬টি, মতিঝিলে ১১টি, লালবাগে ৪টি এমনকি অভিজাত এলাকা গুলশানেও মিলেছে ‘ডি-নাইন’ নামে একটি গ্যাংয়ের খোঁজ।

ডিএমপি কমিশনার জানান, রাজনৈতিক নেতা পরিচয়ে স্থানীয় পৃষ্ঠপোষকদের তালিকা আইন শৃঙ্খলা বাহিনীকে চিন্তায় ফেলেছে। তিনি বলেন, খুন খারাবির মতো ভয়ঙ্কর সব অপরাধ করেও আইনি মারপ্যাঁচে পার পেয়ে যাচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply