করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ ভারতের বিহার সরকারের বিরুদ্ধে

|

ভারতের বিহার সরকারের বিরুদ্ধে করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। শীর্ষ গণমাধ্যমগুলোর দাবি, চলতি বছর প্রথম পাঁচ মাসে রাজ্যটিতে যতো মৃত্যু দেখানো হয়েছে; প্রাণহানি তার ১০ গুণ বেশি।

মহামারির দ্বিতীয় ধাক্কায় যখন গোটা ভারত বিপর্যস্ত; সেসময় বিহার রাজ্য সরকার করোনায় ৭ হাজার ৭১৭ জনের মৃত্যুর খবর জানায়। পরে সে তালিকা সংশোধন করা হয়। এর বাইরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজ্যটির বেসামরিক নিবন্ধন ব্যবস্থায় অন্তত ৭৫ হাজার মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। যাদের প্রাণহানির কারণ উল্লেখ করা হয়নি।

করোনাকালের আগে ২০১৯ সালের প্রথম পাঁচ মাসে বিহারে মারা যায় ১ লাখ ৩০ হাজার মানুষ। ২০২১ সালে একই সময়ে এ সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২০ হাজার। ব্যবধান ৮২ হাজার ৯৫১। যাদের মাঝে ৬২ শতাংশেরই মৃত্যু মে মাসে। অথচ কী কারণে প্রাণহানির হার বেশি, সেটি গোপন করেছে বিহারের সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply