যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডব; প্রাণ হারিয়েছে ৯ শিশুসহ ১০ জন

|

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আলাবামা রাজ্যে ১৮টি গাড়ির সংঘর্ষে ৯ শিশুসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করে বাটলার কাউন্টি প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিহত শিশুদের বয়স ৯ মাস থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত। এছাড়া, পূর্ণবয়স্ক এক ব্যক্তিও মারা গেছেন এ দুর্ঘটনায়। আরও ৫ জন আহত হলেও, কারো অবস্থাই গুরুতর নয়। স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারায় গাড়িগুলো; এরফলেই ঘটে ভয়াবহ এ সংঘর্ষ। এছাড়া, ঘূর্ণিঝড় ক্লডেটের প্রভাবে সৃষ্টি হয়েছে বন্যারও। ঝড়ো হাওয়ায় রাজ্যটির শত-শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। টাসক্যালুসা শহরে, বাড়ির ওপর গাছ ভেঙ্গে পড়ে প্রাণ হারিয়েছেন আরও দু’জন। এছাড়া, বামিংহামে নিখোঁজ রয়েছে একজন। প্রবল বন্যায় ঐ ব্যক্তি ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে, উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি অভিযান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply