ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের ৩৩০০ ভুয়া ইনজেকশন উদ্ধার

|

প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের ৩ হাজার ৩০০ ভায়াল নকল ইনজেকশন উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এসব নকল ইনজেকশন ব্ল্যাক ফাঙ্গাসের বলে বিক্রির অভিযোগে দুই চিকিৎসকসহ ১০ জনকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।

নয়াদিল্লির পুলিশ জানিয়েছে, আটক হওয়া একজন চিকিৎসকের নাম আলতামাস হোসেন। ওই চিকিৎসকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩০০ ভায়াল নকল ইনজেকশন জব্দ করা হয়েছে। বেশিরভাগই ‘ব্ল্যাক ফাঙ্গাস’ এর চিকিৎসায় ব্যবহৃত হতো। সেখানে করোনা চিকিৎসায় ব্যবহৃত কিছু রেমিডিসিভির ইনজেকশনও ছিলো।

এর আগে ৭ জুন দিল্লি সরকারের ওষুধ নিয়ন্ত্রণ দফতরে নকল ইনজেকশন বিক্রির অভিযোগ আসে। এর ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় চক্রটিকে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চক্রটি এরই মাঝে ৪ শতাধিক ভায়াল বিক্রি করেছে। বাজারে প্রত্যেকটি ইনজেকশনের দাম আড়াইশো রুপি। কিন্তু, বাড়তি চাহিদার কারণে সিন্ডিকেট বানিয়ে একেকটি নকল ইনজেকশন কালোবাজারে বিক্রি হয়েছে ১২ হাজার রুপিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply