পাকিস্তানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় খুলে দেয়া হয়েছে করাচির একটি স্কুল

|

পাকিস্তানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় খুলে দেয়া হয়েছে করাচির একটি স্কুল

পাকিস্তানে করোনার দৈনিক সংক্রমণ কমে যাওয়ায় খুলে দেয়া হয়েছে করাচির একটি স্কুল। সোমবার ক্লাস চালু করে কেএমএ বয়েজ এন্ড গার্লস মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ।

জানানো হয়, ক্লাসে প্রবেশের আগে সব শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। একই সাথে দেয়া হচ্ছে জীবাণুনাষক। এছাড়া শ্রেণীকক্ষে প্রবেশ থেকে শুরু করে ক্লাস চলাকালীন পুরো সময় শিক্ষার্থীদের মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক জানান, করোনায় বহু সময় নষ্ট হয়েছে শিক্ষার্থীদের। তাই সংক্রমণ কমার সাথে সাথে শিক্ষাকার্যক্রমে ফেরা হয়েছে।

এদিকে দেশটিতে সোমবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০৭ জন। এদিন মারা গেছেন ৩০ জন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply